[X]
Home / এক্সক্লুসিভ / জেনে নিন প্রেমে প্রতারিত হওয়ার পর যা করেন মেয়েরা!

জেনে নিন প্রেমে প্রতারিত হওয়ার পর যা করেন মেয়েরা!

ভালোবাসা।

প্রেম। সম্পর্ক।

বিচ্ছেদ।

মন খারাপ।

এ সবই আমাদের জীবন ও অনুভূতির এক একটা অঙ্গ। আমাদের জীবনে প্রেম যেমন আসে তেমনই আসে বিচ্ছেদও। আর বিচ্ছেদ হলে তো মন খারাপ হবেই। কিন্তু এটা কি জানেন ব্রেক-আপ বা প্রেমে প্রতারিত হওয়ার পর মেয়েরা কি করেন?

 
সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রেক-আপের পর মেয়েরা কয়েকদিন বেশ দুঃখেই থাকেন। বার বার পুরনো প্রেমের স্মৃতি মনে করতে থাকেন। প্রেমিকের ওপর প্রতিশোধ নেওয়ারো চেষ্টা করেন। কিন্তু এটা বেশিদিন নয়, যতদিন যায় মেয়েরা পুরনো প্রেমকে ভুলতে শুরু করেন।

 

তখন তাঁদের মনে পুরনো প্রেমিকের প্রতি ঘৃণা তৈরি হয়। আর সেই ঘৃণা থেকেই তাঁরা আবার নতুন একটা প্রেম করতে শুরু করেন।

Check Also

এই যদি হয় প্রাইভেট টিচারের অবস্থা? প্লিজ ভিডিও দেখুন ও সাবধান হন!

এই যদি হয় প্রাইভেট টিচারের অবস্থা? প্লিজ ভিডিও দেখুন ও সাবধান হন!   সে আমার …

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *