Home / স্বাস্থ্য সেবা / নারীদের তৃপ্তি ও উত্তেজনার লক্ষণসমূহ

নারীদের তৃপ্তি ও উত্তেজনার লক্ষণসমূহ

কিভাবে নারীকে যৌন মিলনের সময় ভালো ভাবে উত্তেজিত করে তুলতে হয় এবং কিভাবে বোঝা যায় যে নারী তৃপ্তি লাভ করছে এরকম বিষয়ে নানা পোষ্ট দেখা যায় তবে আজকে আমরা আসছি আপনাদের সাথে কিছু নতুন তথ্য নিয়ে। আশা থাকবে হয়তো কারো কারো তা উপকার করতে পারবে।

 

নারীকে যৌন মিলনে জাগিয়ে তোলার জন্য পুরুষদের কিছু কলাকৌশল অবলম্বন করা ভালো। তাতে তারা দ্রুত যৌন মিলনের জন্য প্রস্তত হয়। আসুন জেনে নেই সে বিষয়ে কতগুলো টিপস।

 

যৌন মিলনের সময় নারীদের মুখ, কপাল, গাল ইত্যাদি স্থানে ঘন ঘন চুম্বন করা ও ধীরে ধীরে ঘর্ষণ করা ।

 

 •  সঙ্গমের পূর্বে নারী দেহের বিভিন্ন স্থানে আলতো ভাবে টাচ বা স্পর্শ করতে থাকলে তাতে তারা ভাল ভাবে উত্তেজিত হয়।
 • নারীর যৌন স্থান গুলো স্পর্শ, ঘর্ষণ এবং মর্দন করা উচিত।
 • সাধারনত স্তন ও ভগাঙ্কুর এর স্থানে মর্দন করলে তা কাম উত্তেজনার সহায়ক ভুমিকা রাখে।
 • প্রয়োজন হলে ধীরে ধীরে আঘাতকরা বা হালকা নিপীড়নবা ম্যাসেজ এর মত করা যায় তবে খেয়াল রাখতে হবে যেন কষ্ট না পায়।
 • যৌন মিলনের আগে উপরের বিষয় গুলোর সাহায্যে স্ত্রীকে ভালভাবে উত্তেজিত করে নেওয়া একান্ত আবশ্যক-না হলে স্ত্রীরা অতৃপ্তি থেকে যেতে পারে।

 

উত্তেজনার লক্ষণ নারীদের ক্ষেত্রে :-

 

 

নারীরা উত্তেজিত অনূভব করলে তার কি কি লক্ষণ থাকতে পারে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো –

 

 • যে কোন নারী যৌনতার জন্য বেশি আগ্রহী হযে পড়লে দু’টি চোখ অর্দ্ধনিমীলিত ও রক্তবর্ণ ধারণ করে।
 • জোরে জোরে নিশ্বাস পড়তে থাকে।
 • প্রত্যেক নারীর চেহারার মধ্যে তার উত্তেজনার ভাব ফুটে উঠে।
 • হাত পা শিথিল হ’য়ে পড়ে।
 • চোখ বুজে থাকতে চায়।
 • তার লজ্জা কমে যায় , পুরুষ তার অঙ্গস্পর্শ করলে সে তাতে বাধা দেয় না।
 • পুরুষ সঙ্গী তার গোপনীয় স্থানে হাত দিয়ে চাপ দিলে সে তা উপভোগ করবে কোন আপত্তি করবেনা।
 • সব রকম ভয়, সঙ্কোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে।

 

তৃপ্তির লক্ষণনারীদের ক্ষেত্রে :-

নারীরা যৌনতায় তৃপ্তি লাভ করলে তার মধ্যে যে লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাক তার মধ্যে উল্লেখযোগ্য হলো –

 

 

 

 • তাদের দেহ নুইয়ে পড়ে।
 • সারাটা দেহে যেন অবসান আসে।
 • দ্রুত হৃৎস্পন্দন হ’তে থাকে।
 • আবেশে চোখ বুজে থাকে।
 • যোনি থেকে রসস্রাব নির্গত হয়।
 • সমস্ত শরীরে শিহরন অনূভূত হতে থাকে।
 • এমনও ঘটতে পারে যে পূরান আনন্দে সঙ্গী অজ্ঞান হতেও পারে।
 • হালকা ভাবে গোঁ গোঁ শব্দ করে থাকে।
 • সেই সাতে সে পুরূষকে শরীরের সাথে জোর করে চেপে ধরে রাখতে পারে।

 

আরো পড়ুনঃ

Check Also

জেনে নিন ডায়েট পিল এর পার্শ্ব প্রতিক্রিয়া!

জেনে নিন ডায়েট পিল এর পার্শ্ব প্রতিক্রিয়া!   আপনি কি খুব দ্রুত ওজন কমানোর জন্য …