Monday , November 21 2016
[X]
Home / এক্সক্লুসিভ / জেনে নিন ছেলেরা পরকিয়া প্রেম করে কেন?

জেনে নিন ছেলেরা পরকিয়া প্রেম করে কেন?

ছেলেরা পরকিয়া প্রেম করে কেন?

 

আমাদের দেশে পরকীয়া প্রেমের সম্পর্ক দিনে দিনে বেড়েই চলেছে। আর এই সম্পর্কে নারী-পুরুষ দুজনেই সমান দায়ী। কে না জানে- এক হাতে তালি বাজে না! নিচে আমরা কেবল পুরুষের পরকীয়া প্রেমে জড়ানোর কারণ জানবো।

 

একঘেঁয়ে সম্পর্ক :
পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশিদিন আঁকড়ে ধরে রাখতে পারেন না। জীবনভর একই ছাদের নিচে থাকেন বটে, তবে সংসারের নিয়মে। সংসার নামক বন্দী জীবনে একটুখানি বৈচিত্রের ছোঁয়া পেতে অনেক পুরুষেরা আকৃষ্ট হন অন্য মহিলাদের প্রতি।

 

অপূর্ণ প্রত্যাশা :
সঙ্গীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা থাকে নারীর। অনেক আশা করে বিয়ে করেছেন, কিন্তু সেই আশা পূরণ হয়নি। এমন ক্ষেত্রে পুরুষেরা শুরু করেন নতুনের খোঁজ।

 

সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা :
অনেকেই নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। প্রতিদিন একই চেহারা, একই আচরণ মনে হতে থাকে। তাই অন্যনারীর দিকে নজর চলে যায়।

 

পুরনো অভ্যাস :
বিয়ের আগেও অনেক স্ত্রীর অভ্যাস থাকে একসঙ্গে একাধিক সম্পর্ক বয়ে চলা। তাই স্ত্রী যতই উপযুক্ত হোক না কেন, দৃষ্টি গড়ায় নতুনের খোঁজে। পুরনো অভ্যাস তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়।

 

আরো পড়ুনঃ

 

Content Protection by DMCA.com

Check Also

এই যদি হয় প্রাইভেট টিচারের অবস্তা? প্লিজ ভিডিও দেখুন ও সাবধান হন!

এই যদি হয় প্রাইভেট টিচারের অবস্থা? প্লিজ ভিডিও দেখুন ও সাবধান হন!

এই যদি হয় প্রাইভেট টিচারের অবস্থা? প্লিজ ভিডিও দেখুন ও সাবধান হন!   সে আমার …

Loading...