Home / এক্সক্লুসিভ / বিয়ের প্রথম রাতে যে কাজটি ভুলেও করবেন না!

বিয়ের প্রথম রাতে যে কাজটি ভুলেও করবেন না!

বিয়ের প্রথম রাতে যে কাজটি ভুলেও করবেন না!

 

সে পাত্র হোক বা পাত্রী- বিয়ে ঘিরে উত্তেজনা কম থাকে না কারও। নতুন পরিবেশ, চেনা বা সম্পূর্ণ অচেনা এক মানুষের হাত ধরে এগিয়ে যাওয়া। তবে অধিক উত্তেজনায় এমন কিছু করবেন না যাতে আপনার নতুন জীবনের উপরে চিরকালীন ছাপ থেকে যায়। তাতে কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে!

 

বিয়ে ঠিক হওয়ার পর উচিত-অনুচিত নিয়ে অহেতুক ভেবে সময় নষ্ট করবেন না। হবু বউয়ের সঙ্গে চটজলদি বন্ধুত্বটা সেরে ফেলুন। বুঝে নিন তাঁর স্বভাব। সে কী পছন্দ করে, কী নয়। আপনার ইচ্ছে-অনিচ্ছাগুলোও তাঁকে বুঝিয়ে দিন। বিয়ের প্রথম রাতে মেয়েরা সাধারণত লাজুক হয়। চট করে ব্যক্তিগত কোনও বিষয় নিয়ে আলোচনা সে পছন্দ নাও করতেই পারে। এ ক্ষেত্রে অহেতুক রাগ করবেন না। তাঁর সঙ্গে খোলামেলা কথা বলুন। আলোচনা করতে ভুলবেন না সেক্স নিয়েও। তবে প্রথমেই এই বিষয়ে কথা বলতে যাবেন না। আগে বন্ধুত্ব একটু গভীর হতে দিন।

 

যদিও বিয়ের রাতে সেক্স ভাল না খারাপ এই নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে সে বিতর্কে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। মনে রাখবেন, নিজেদের মধ্যে বোঝাপড়াটাই সবচেয়ে বড়।

 

আরো পড়ুনঃ

 

Check Also

আপনি কি সেক্সে দুর্বল? সেক্স নিয়ে হতাশার দিন শেষ জেনে নিন সমাধান।

আপনি কি সেক্সে দুর্বল? সেক্স নিয়ে হতাশার দিন শেষ জেনে নিন সমাধান।   দ্রুত বীর্যপাত …