Home / ফিটনেস / জেনে নিন ক্ষণস্থায়ী প্রেমে ধূমপায়ী ও মদ্যপায়ী পুরুষরাই নারীদের পছন্দ!

জেনে নিন ক্ষণস্থায়ী প্রেমে ধূমপায়ী ও মদ্যপায়ী পুরুষরাই নারীদের পছন্দ!

স্বাস্থ্যের পক্ষে যতই ক্ষতিকর হোক, ক্ষণস্থায়ী প্রেমে সঙ্গী হিসাবে নারীরা পছন্দ করেন ধূমপায়ী এবং মদ্যপায়ী পুরুষদেরই। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ১৭ থেকে ৩০ বছর বয়সী ২৩৯ জন নারীর ওপরে চালানো হয়েছিল এই সমীক্ষা। দেখা গেছে, ৮৭ শতাংশ নারী ধূমপায়ী ও মদ্যপায়ী পুরুষের পক্ষেই ভোট দিয়েছেন। তবে তাঁরা একথাও স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদী প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে, নেশা করেন না (কিংবা কম নেশা করেন), এমন পুরুষই তাঁদের পছন্দ।

 
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই সমীক্ষা কপালে ভাঁজ ফেলেছে সমাজবিজ্ঞানীদের। ঐ গবেষকদলের প্রধান, স্টিভ টেলর বলছেন, ক্ষণস্থায়ী প্রেমের ক্ষেত্রে নারীরা নানা রকম অ্যাডভেঞ্চার করতে চান। নানারকম বেপরোয়া পদক্ষেপও করতে চান। সমীক্ষার ফলে তার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে আশার কথা এটাই, অবচেতনে হলেও তাঁরা জানেন, যে কোনো মাদকই শরীর ও মনের ক্ষতি করে। তাই দীর্ঘমেয়াদী প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে তাঁরা নেশাগ্রস্ত সঙ্গী বেছে নিচ্ছেন না। গবেষকদের দাবি, স্বল্পমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের নেশায় মাদকের জালে জড়িয়ে পড়ছেন। পরবর্তীকালে আর সেই নেশার কবল থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই বিষয়টাই সবচেয়ে উদ্বেগজনক বলে মনে করছেন স্টিভ।‌

Check Also

জেনে নিন বিরক্তিকর গলা ব্যথার ঘরোয়া প্রতিকার!

জেনে নিন বিরক্তিকর গলা ব্যথার ঘরোয়া প্রতিকার!   সাধারণত গলা ব্যথা হচ্ছে ঠান্ডার একটি প্রাথমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *